নদী আছে গতি নাই ,
ভাটা আছে জোয়ার নাই ।
গাছ আছে পাতা নাই ,
ফুল আছে ফল নাই ।
মন আছে চেতনা নাই ,
হৃদয় আছে  মন নাই ।
চেতনা আছে জ্ঞান নাই ,
বিদ্যা আছে বুদ্ধি নাই ।
লজ্জা আছে সম্ভ্রম নাই ,
চোখ আছে দৃষ্টি নাই ।
মাথা আছে মগজ নাই ,
হাড় আছে মজ্জা নাই ।
শরীর আছে স্বাস্থ্য নাই ,
স্বাস্থ্য আছে শক্তি নাই ।
পুকুর আছে জল নাই ,
জল আছে মাছ নাই ।
জঙ্গল আছে গাছ নাই ,
গাছ আছে ফল নাই ।
দুঃখ আছে স্বাছন্দ নাই ,
স্বাছন্দ আছে সুখ নাই ।
**************
দুপুর - ১২ : ২৪  মিনিট ।
০২ / ১২ / ২৪ সোমবার  ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।