মাতৃভূমি মাগো কিবা তোর রোষ ,
বলে দেমা কোথায় কি হয়েছে দোষ ।
কোন পাপাচারে পুড়ছে বসুন্ধরা ,
কেন আজ সবে হয়েছে দিশাহারা ।

চারিদিক অগ্নিময় অগ্নিসম বায়ু বয় ,
বাহিরেতে অগ্নি শিখা কখন কার কি হয় ।
শ্রমিকেরা কর্মে যায় প্রখর রৌদ্রে প্রায় ,
রুজি রোজগার তরে কঠিন পেটের দায় ।

কর্মলাগি বাইরে যায় সংসার লাগি তায় ,
শ্রমের বিনিময় করে শ্রমের মূল্য পায় ।
কর্তব্য কঠিন দায় রৌদ্র ঝড় বৃষ্টি নাই ,
সংসার সংগ্রামময় তাপানলে পুড়তে হয়।

মাতৃভূমি মাগো তোর কি ক্রোধের ফলে ,
ঘরে বাইরে সন্তানেরা তোর জ্বলে যে অনলে ।
তীব্র দহনে দেহ জ্বলে কলেবরে ঘর্মাক্ত খেলে ,
গৃহেতে নাই খাদ্য শ্রম বিনা খাদ্য কিভাবে মিলে ?

চারিদিক ধূ ধূ মাঠ  তাপ দাহে কর্ম লোপাট ,
সুন সান পথ ঘাট  জল পিপাসায় গলা কাঠ ।
দীন দুঃখী সবাই সন্তান তোর রাজা প্রজা ধনী ,
তপ্ত দহন জ্বালা দেমা নিভিয়ে প্রনম্য মাতৃভূমি ।

       *****************
রাত্রি - ৯ : ৫০ মিনিট ।
২৯ / ০৪ / ২৪ সোমবার ।
কোলকাতা ।