২২শে শ্রাবণ এসেছিল নিভৃতে অতি নিরবে,
কেজানে সেদিন ভারতের রবি অস্ত যাবে।
হে মহান কবি আজও শূন্য রয়েছে তোমার অনুভবে ,
তোমায় আজকে জানাই প্রণাম তোমার গানে ও কাব্যে।
আজ শ্রাবনের বর্ষণ ধারায় চলে গেছ তুমি কবি,
তবুও আজও উজ্জ্বল হয়ে জ্বলজ্বল কর হে রবি।
জন্ম মৃত্যু উৎসব অনুষ্ঠান তোমারই ছড়ায় গানে,
গঙ্গা জলে গঙ্গাপূজা মাতায় গানে ২২শে শ্রাবনে ।
হে মহানকবি চিরকাল তুমি বিশ্বে অমর হয়ে রবে,
যতদিন এই মহাবিশ্বের আকাশে চন্দ্র সূর্য উদয় হবে।
হে কবি আজ আমরা এই তোমার মহাপ্রয়ানের দিনে,
সবার হৃদয়ে রোয়েছো আজও তুমি বাঁচিয়া কাব্যে গানে ।
তুমি চলে গেছ রেখেগেছ তোমার অমর সৃষ্টি ধারা,
কোন অনুষ্ঠান হয়না সুন্দর তোমার কাব্য সঙ্গীত ছাড়া ।
ওহে অমর কবি তোমার কাব্য সঙ্গীত প্রাণেতে জাগায় সাড়া,
তাই তো তোমার নামের পরশে কাব্য গানে দিশে হারা।
হে কবি তোমারে জানাই প্রণাম কবিতায় গানে গানে,
যেখানেই তুমি আছো হে কবি এসো এসো হেথা নেমে।
**************
সকাল- ৯ : ৪০ মিনিট।
০৮ /০৮/ ২৪ বৃহস্পতিবার।
কোলকাতা।