নদী বয়ে চলে সদাই আপন গতিধারায় ,
বাধা বিঘ্ন কিছু না মানে চলে আপন ইসারায় ।
পাহাড় পর্বত মালভূমি  যাহাই থাক কিনারায় ,
বয়ে চলে নিজের গতিতে না মানে কোন বাধাই ।

পাহাড় মালভূমি সমভূমি প্রান্তর ,
বনভূমি শহর নগর গ্রাম গ্রামান্তর ।
বয়ে চলে অবিরত নাই ক্লান্তি বিরাম ,
উদ্যোগে উচ্ছ্বলে বয়ে চলে অবিরাম ।

কখনো দুরন্ত গতি কখনো ধীর শান্তধারা ,
কখনো অশান্ত কখনো আবার পাগলপারা ।
কখনো জলধারার প্রেম পরশে হয় উর্বরা জমি ,
কখনো মরা নদীতে তুফান আসে ভাসে বনভূমি ।

নদীমাতৃক আমার শস্য শ্যামলা এই দেশ ,
ভালোবেসে না মেটে পিয়াস না মেটে আশ ।
ফুলে ফলে ভরা দেশ নানা বাহারে সাজে বেশ ,
বাউল ভাটিয়ালি গানের সুর নদীকুলে ভাসে রেশ ।

নদীমাতৃক শস্য শ্যামলা দেশের আমার নাই তুলনা ,
মাযে আমার সকল  দেশের সেরা সবার মন হরনা ।
এক তীরে গড়ে উঠে গ্রাম শহর নগর বানিজ্যিক বন্দর ,
অন্য তীরে শোভা করে সবুজ সোনালী মাঠ শ্যামল প্রান্তর ।

        ***********************
রাত্রি - ৯ : ২১ মিনিট ।
১১ / ০৫ / ২৪ শনিবার ।
কোলকাতা ।