যারা দেয়না মা বোনের সম্মান তারা নরপশুর তুল্য ,
তাদের নাই বাঁচার অধিকার জীবনের নাই কোন মূল্য।
জানেনা মা বোনের সম্মান হীন নজরে দেখে কেবল,
অপাঙতেয় মানব সমাজে প্রয়োগ করে শারীরিক বল।
জেগেছে এবার ভারতের নারী নেবে আজ "রাত দখল " ,
জ্বালিয়ে বাতি হবে প্রতিবাদি
দূর করবে আঁধার সকল।
কাশ্মীর থেকে কন্যাকুমারী জ্বেলে ক্যান্ডেল করবে মিছিল ,
গর্জে উঠেছে নারীরা সকল চক্ষে জ্বলে বজ্রানল ।
ব্রজের মত গর্জে উঠেছে জ্বলছে চক্ষে রোষানল ,
বিচার চাই শাস্তি চাই যেই হাতে বসালো থাবা সকল ।
অসুর নিধনে এগিয়ে চল নিয়ে আজ " রাত দখল " ,
মানুষ রূপে জানোয়ারদের এবার মার বিষ ছোবল ।
নারীদের চক্ষে কত বিষ আছে দেখরে এবার অসুর দল ,
যেই হাতে তুই বসালি থাবা গুঁড়ো করে দেবো হাত সকল ।
মারবো লাথি ভাঙবো পাঁজর মরবি এবার কূ-চক্রীর দল ,
মাথা তোদের চিবিয়ে খাব আমরা জ্বলন্ত নারীরদল ।
করবো আমরা আঁধারকে জয় হবে এবার অসুর নিধন ,
আনবো ফিরিয়ে নারীরা আবার তিলোত্তমার সেই সম্মান ।
*************
রাত্রি - ১০ : ৫১ মিনিট।
১৭ /০৮/২৪ শনিবার।
কোলকাতা ।