দিগম্বরী মা তারা যে আমার
ক্ষনে প্রসব করেন জগৎ সংসার ,
বসন পরার সময় কোথায় মা'র ,
বিশ্ব প্রসবিনী মা যে  আমার ।

বিশ্বে মায়ের রূপের নাই তুলনা ,
রূপে মজে বুকে ধরে শিব চরণা  ।
মা যে দয়াময়ী জগৎ করেন চালনা ,
রাজেশ্বরী রূপ দেখে মন ভ্রমরা মজনা ।

ব্রহ্মময়ী তারা মাযে আমার ,
কে বর্নিবে মা 'র  রূপের বাহার ।
রাজরাজেশ্বরী তারা মা আমার ,
মন্দির আলো করে রূপে মা 'র ।

যাই চলো তারাপীঠে হেরি মন্দিরে ,
আমার রাজনন্দিনী বসে সিংহাসন 'পরে ।
মন জুড়াবে প্রাণ জুড়াবে মা'র রূপ হেরে ,
তারা নামে মা'র পাগল ছেলে বামা যেরে ।

মাগো আগুন দিয়ে দিনের চিতে ,
নাচিস শশ্মানে তুই মা আনন্দেতে ,
শিবের বুকে পা রেখে জীভ কাটিস লজ্জাতে ,
শব সাজিল শিব মাগো তোর অভয় চরণ পেতে!

         :************:
রাত্রি - ১১ : ০০ মিনিট !
১৩ /১১ / ২৩ রবিবার !
কোলকাতা !