দুনিয়ার এই রঙ্গশালায়  দেখায় কত ঢঙ ,
অভিনয়ের এই জগতে সবাই সাজে সঙ্ ।
কেউ রাজা কেউ উজির সাজে কেউ বা ফকির,
কেউ বা মুখে রঙ মেখে সাজে হাবা গোবা বধির।

সিংহাসনে বসে পরে কেউ বা রাজার সাজ  ,
কেউ  বা আবার জেলে সেজে ধরতে যায় মাছ ।
কেউ অফিস আদালত চলে ফেলে ঘরের কাজ  ,
তাঁতি ভাই সব কাপড় বোনে বসে ঘরের মাঝ ।

দিন রাত্রি করে তারা কতই অলৌকিক কল্পনা,
মনে তাদের সদাই চলে কত স্বপ্নের জ্বাল বোনা  ।
ক্ষমতার ক্ষমতায় যদি তুমি হয়ে থাক সদাই মাতাল ,
দেখবে তখন চতুর্দিক হয়েছে  উদ্দাম উত্তাল  ।

তাই আজ বাতাসও রঙ্গে জ্বেলেছে রঙ মশাল ,
কালবোশেখীর ঝড় কখনও মন্দ্র কখনও উত্তাল  ।
বৈশাখী ঝড় ভাঙে ঘর উপাড়ে গাছ ভাঙে ডাল ,
চারিদিক আঁধার করে উড়ায় খড় কুটা জঞ্জাল।

বিশ্ব যখন বিবেক হারায়  উঠে বিপ্লবের ঝড় ,
মনের ঝড় উঠলে সাজে আলোড়নে বিবেকের ঝড় ।

       **********
রাত্রি - ১১ :০০ টা !
২৩ /০৮ /২৪ শুক্রবার !
কলকাতা !