এসেছি যখন ধরাধামে চলে যেতে হবে একদিন ,
আশাহত হইনি কখনো বেঁচে আছি জগতে যতদিন ।
জানি প্রাণ পাখি উড়ে যাবে কোন সুদূরে কোন দিন,
চলে গেলে সেতো আর আসবেনা ফিরে কোনোদিন ।
জনমের মতো চলে যাবে ফিরে আসবেনা এই ভবে ,
চিরকালের ভবের খেলা সকল সাঙ্গ করে চলে যাবে ।
মাত্র কদিনের জন্য এসেছি আমরা এই মর্ত্যধামে সবে ,
হাসি কান্নার খেলা শেষ হলে নিজধামে চলে যেতে হবে ।
যতদিন রইবে হেথায় সুন্দর সুষমামন্ডিত এই অনিত্যধামে ,
কার্য শেষে যতটুকু সময় পাবে ডুবে থাক সেই নিত্যকৃষ্ণ নামে ।
যে যেমন করবে ফেরি সেই তেমনিই কর্মের লভিবে কড়ি জানে ,
ফেরি শেষে সন্ধ্যাবেলা ফিরে যাবে নিজ নিজ সেই নিত্য ধামে ।
যেতে হবে তোরে ভবের ওপারে গাঁঠের কড়ি বেঁধে নেরে ,
যদি যাবিরে তুই ওই পারে দেখবি দয়াল দাঁড়ায়ে সেথারে ।
ভবে যেমন কর্ম করবি তেমনই কর্মের ফল পাবি হোথারে ,
চেয়ে দেখে তুই পার ঘাটাতে ধনী দরিদ্র সবাই সমান রে ।
ধর্মে নয় কর্ম মাঝেই আছেন যিনি কর্মের ফল দিবেন তিনি ,
দ্যাখনারে তুই নয়নমুদে সকল আত্মায় জেগে আছেন যিনি ।
এসেছো একা যাবেও একা কয়দিনের শুধুমাত্র পথেরা দেখা ,
শুধু মাত্র পথের পরিচয় কেউই চিরদিন থাকবেনা পড়ে হেথা ।
পৃথিবীর এই রঙ্গমঞ্চ মাঝে কেউ রাজা কেউ উজির সাজে ,
ফকির আমির বাদশা নবাব কত রূপের অভিনয় এই দুনিয়া মাঝে !
************
বিকাল - ৪ : ৫০ মিনিট ।
১২ / ১১ / ২৪ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।