রোগ জ্বরা ঝরা খরা হ'তে ,
সৃষ্টি স্থিতি অবনী রক্ষিতে।
তুমি প্রভু এসো নেমে মর্ত্তে ,
সুরলোক স্বর্গধাম হ'তে ।
এই নরলোককে পাপ মুক্ত করতে,
এই জগৎকে আলোর পথ দেখাতে ।

ধর্মাধর্ম নাই কোন জ্ঞান ,
পাপের সাগরে করে স্নান ।
ভালোবাসার নাই মূল্য কিছু ,
শুধু ছুটে স্বার্থের পিছু পিছু ।
বিশ্বাস থাকে না আচরণে ,
আলেয়ার পিছে ছুটে অকারণে ।

তাই প্রেম বিলাতে ঘরে ঘরে ,
নদের নিমাই এলেন ফিরে ।
প্রেমের নদীতে অবগাহন করে ,
নামের ভীক্ষা করে দ্বারে দ্বারে ।
হরি নাম ভীক্ষা মাগে ঘরে ঘরে ,
বক্ষ ভেসে যায় তার প্রেমাশ্রু নিরে ।
  
*****************
রাত্রি - ৯ : ২৮ মিনিট ।
২০ / ০৯ / ২৩ বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।