দশরথ পুত্র সে যে অজ রাজার নাতি ,
জনক রাজার জামাতা রাম সীতাদেবীর পতি ।
প্রজানুরঞ্জন রঘুপতি রঘুকুল মণি ,
কৌশল্যা নন্দন সে যে অযোধ্যার শিরোমণি ।
মিথিলার রাজা জনক আয়োজন করেন স্বয়ম্বর সভার ,
যে করবে হরধনু ভঙ্গ তাঁর সহিত বিবাহ দিবেন কন্যার ।
সংবাদ শুনে রাম চার ভাই বিশ্বামিত্র মুণি গেলেন সভায়,
সীতার স্বয়ম্বর সভাস্থলে রামচন্দ্র হরধনু ভাঙ্গিলন তথায় ।
মিথিলার রাজা জনক রামচন্দ্রর হস্তে কন্যা সম্প্রদানিল ,
সেই বিবাহে তথায় মুণি বিশ্বামিত্র পৌরহিত্য করিল ।
একসাথে চার ভ্রাতার বিবাহ সম্পাদন হইল ,
জনকরাজার কনিষ্ঠ ভ্রাতা কুশধ্বজ নামে ছিল ।
কুশধ্বজের দুই কন্যা শ্রুতকীর্তি ও মান্ডবী নাম ,
জনকরাজার কনিষ্ঠ ভ্রাতা মিথিলা রাজ্যে ধাম ।
সীতাদেবীর সাথে বিবাহ হয় রঘুপতি শ্রীরাম ,
অযোধ্যার রাজা তিনি রঘুবর দুর্বাদল ঘনশ্যাম ।
সীতাদেবীর কনিষ্ঠা ভগিনী ঊর্মিলাকে বিবাহ করেন লক্ষণ ,
যিনি রামের কনিষ্ঠ ভ্রাতা রানী সুমিত্রার নন্দন ।
কুশধ্বজের প্রথমা কন্যা মান্ডবীকে ভরত বিবাহ করেন ,
শ্রুতকীর্তি কনিষ্ঠাকে পরিনয় ডোরে আবদ্ধ করেন শত্রুঘ্ন ।
চার ভাই বিবাহ করে ফিরে এলেন অযোধ্যা নগরে ,
বিশ্বামিত্র মুনি পৌরহিত্য করে বিবাহ দেন তাদেরে !
জনকরাজ দুহিতা সীতা শ্রী রামের বনিতা ,
শ্রীরামের বনিতা সীতা হলেন কুশি লবের মাতা!
**************
রাত্রি - ১০ : ০১ মিনিট !
২৩ / ০১ / ২৪ মঙ্গলবার !
কোলকাতা !