লঙ্কায় গেলেই সে রাবণ যে ভাই ,
দেশের কাজ থাক তোলা নিজে গুছাই ।
নিংগড়ে রসটুকু খায় ছিবড়েটুকু পড়ে রয় ,
নিজে সবটুকু নেয় ছিটে ফোঁটা পাঙ্গরা পায় ।
তাঁবেদার ঘুরে সাথে সাথে মধু কিছু মিলে যাতে ,
নুনও জোটেনা তাদের পাতে যদি মেলে পান্তা ভাতে ।
সোমরস পানে মাতে সঙ্গপাঙ্গ পান করে সাথে ,
সঙ্গীরা না পায় টের কেবল তলানি খায় চেটে পুটে ।
ত্যাগ কর রাবনের দল সংসারে শ্রম দাও কেবল ,
লোভে পাপ পাপে মৃত্যু নিজের সংসার যায় রসাতল ।
ছেড়ে জ্বাল জুয়াচুরি যত নিজ কাজে হইওনা বিরত ,
কথার কপচানিতে থাক বিরত নইলে নষ্ট ভবিষ্যত ।
নিজের বুদ্ধিতে তরবে পরের বুদ্ধিতে সদাই মরবে ,
ছেড়ে রাবনের সঙ্গ করলে আপন কাজ সংসার বাঁচবে ।
গুছিয়ে নিয়ে নিজের আখের রাবন ছুঁড়ে ফেলবে তোরে ,
চিনতে না পারবে তোরে যখন প্রয়োজনে কাছে যাবি ওরে ।
সৎপথে থাকে যারা সর্বদাই বিপদ মুক্ত হয় তারা ,
ঈশ্বর সহায় তাদের সৎকর্ম সৎচিন্তা করে যারা ।
সত্যিকথা বলে আর সৎপথে চলে প্রিয় সবার তারা ,
মিথ্যাবাদী স্বার্থপর অসৎ সঙ্গে থেকে হয় সর্বহারা ।
সঙ্গ পাঙ্গ ছাড়েনা সঙ্গ সদাই খোঁজে রসরঙ্গ ,
যদি না পায় রসরঙ্গ সঙ্গ ছেড়ে তখন দেয় ভঙ্গ ।
******************
দুপুর - ১২ : ২০ মিনিট ।
২২ / ০৮ /২৩ মঙ্গলবার ।
ইঞ্চনাও = সুইজারল্যান্ড (ইউরোপ )