পুরানে সেই দিনগুলি মনে নাই আর,
কত অসুবিধার মধ্যে দিন কেটেছে সদাই।
তেলের কড়ি চালে আর চালের কড়ি তেলে
চলে সংসার,
তবুও নিত্য আনন্দে ছিল সংসার সবাকার।
ছিল না দুঃখ কষ্ট ছিল দৈন্যতা তবুও ছিল সচ্ছ্বলতা,
কাজ কর্ম খেলা ধুলা লেখা পড়া ছিল সদাই ব্যস্ততা।
ভাই বোন পাড়া প্রতিবেশীর সদাই ছিল একতা,
অপরের আনন্দের দুঃখের ভাগী ছিল আত্মীয়তা।
একজনের খাবার অপরে ভাগাভাগি করে খেতো ,
প্রতিবেশী সদাই এক সংসারের অংশ হয়ে থাকতো।
না ছিল আপন পর একে অপরের মনে সদাই করতো ,
অপরের দুঃখ কষ্টের অন্যেরাও ভাগিদার মনে সদা হোত ।
অবসর সময়ে একসাথে বসে আনন্দে কাটাতো সময়,
একে অপরের সুবিধার অসুবিধার আলোচনা সবে কয়।
প্রত্যেকেই প্রত্যেকের দুঃখ কষ্ট আনন্দ ভাগ করে সে সময় ,
এইতো সহজ সরল একতাই পুরাতন দিন গুলির পরিচয় ।
গুরুজনে ভক্তি শ্রদ্ধাশীল ছোটদের উপর ছিল স্নেহ ভালবাসা,
প্রত্যেকেই প্রত্যেকের মনে হতো রক্তের সম্পর্কের টান মেশা।
**************
রাত্রি। - ৯ : ১৫ মিনিট।
০৯ /০৮/২৪ শুক্রবার।
কোলকাতা।