পুঁথিগত বিদ্যার না আছে কিছু দাম ,
যদি সেই ব্যক্তির না থাকে হিতাহিত জ্ঞান ।
স্থান কাল পাত্র যদি না থাকে প্রভেদ ,
ডিগ্রীধারী আহামক সে পশুর সমান ।
জৈষ্ঠ্য বা কনিষ্ঠ ভালো কি মন্দ নাহি বোঝে ,
মনমধ্যে দ্বেষ খল হিংসা সততই বিরাজে ।
ভালো কি মন্দ বোঝেনা দিগ্বীদিক হারা জ্ঞানশূন্য
কালাকাল নেই বৈষম্য সে নয় মনুষ্য গন্য ।
বই পাঠে যদি হতো শ্রেষ্ঠ মানব অবতার ,
তাহা হইলে পৃথিবীটা হতো স্বর্গের আগার ।
বিদ্বান হইলে যদি না থাকে জ্ঞান বিবেক বিনয় ,
তবে সে নয় বিদ্বান স্বাক্ষর সামিল সুনিশ্চয় ।
যে বিদ্ব্যাতে আসে অহমিকা আর দাম্ভিকতা ,
সে বিদ্যা নয় শুধু রুজি রোজগারের সামিল তা ।
যে বিদ্যায় হয়না জ্ঞান বিবেক আচরণ বিবেচনা
স্বাক্ষর সমতুল নাহয় বিদ্বান শিক্ষিতের তুলনা
না জানে সভ্যতা ভদ্রতা সৌজন্যতা মানবিকতা ,
না থাকে মান সম্মানের ভয় না থাকে সংযমতা ।
যতই হোক ডিগ্রীধারী শুধু সার্টিফিকেটের বহর তারি ,
যদি নাজানে ব্যবহার না থাকে লজ্জা সম্মানবোধ নিজেরি ।
বড় বড় পাঠ্যপুস্তক পাঠ করলেই হয়না বিদ্বান বা শিক্ষিত,
পুস্তক পাঠে বিদ্বান কিন্তু আচরণ জানেনা নিশ্চয় অশিক্ষিত ।
না আছে জ্ঞান বুদ্ধি না আছে বোধ শক্তি শুধু স্বার্থতে আশক্তি ,
অবশ্যই নরপশু সম সে সমাজ সংসারে না পায় শ্রদ্ধা ভক্তি ।
*************************
দুপুর - ১ : ০৫ মিনিট !
০৮ /০৮ /২৩ বৃহস্পতিবার ।
ইঞ্চনাও = সুইজারল্যান্ড (ইউরোপ )