আইনের চোখে সবাই সমান,
এটা দেশের নিয়ম সংবিধান ।
ভিন্ন হয়না সবার জন্য আইন ,
সবার জন্য একই আইনের লাইন ।
রাজা প্রজা হেথা সবাই সমান,
কিন্তু কার্য কারণ হেতু ভিন্ন মান।
দুবার সংক্রান্তি হয়না একই গ্রাম ,
একই পূজার ভিন্ন ভিন্ন হয় নাম ।
পুঁজিপতিরা করলে নাই দোষ ,
জনসাধারণ করলে দোষ অশেষ ।
প্রজাসাধারণ করলে ক্ষমা দোষের নাই,
বলে ব্যাটা দশহাত নাকক্ষত দে তুই ।
পুঁজিপতিদের সব কিছুই আছে ছাড় ,
জনসাধারণের কিছুতেই নাই পার ।
সাধারণের লঘুপাপে হয় গুরু দন্ড ,
বড় ভুল করলে রাজার হয় ভুল বশতঃ ।
খাজনা দায়ে বিষয় আশয় সবই যায় ,
তাই নিয়ে কে আর এতো মাথা ঘামায় ।
প্রজাগন থাকলেও অর্দ্ধাহারে অনাহারে ,
পুঁজিপতিদের তখন চর্বচষ্য ফলার চলে ।
হায়রে কলিযুগের এই কি হলো হাল ,
মানুষ আর নাই মানুষ হয়েছে বেহাল ।
লোকদেখানো গরীবদের করে দান ধ্যান,
তাই তে বড়লোকদের বাড়ায় মান সম্মান ।
********
রাত্রি - ৮:২১ মিনিট।
২২ / ০৮ / ২৪ বৃহস্পতিবার।
কোলকাতা ।