প্রেমের পিয়াসি আমি প্রেমের পূজারিনী ,
তাই তোমার প্রেমেতে আমি ভিক্ষারিনী ।
তোমার প্রেমে সঁপিলাম প্রাণ মন আমি ,
তুমি মোর ধ্যান জ্ঞান অনন্ত জীবনি ।
নামের ভিক্ষারী আমি দাও দেখা অন্তর্যামী ,
তুমি প্রভু চক্রপানী কৃপা কর গো জগৎস্বামী ।
তোমার মধুমাখা নামের গুনে পাগলিনী আমি ,
উদয় হয়ে দেখা দাও তাপিত মনে শান্তি দানি ।
দেখা দাও তুমি দাঁড়াওএসে মনো মন্দিরে,
হয়ে বাঁকা দাওহে দেখা হৃদমন্দির আলো করে ।
তব নামে পাগল পারা ডাকি হয়ে দিশেহারা ,
আঁধার জীবন আলো করে মুক্ত কর অন্ধকারা ।
আমি তোমার প্রেমের পূজারী কোথায় তুমি হরি ,
গোপিনীদের মন মজায়ে ছেড়ে গেলে ব্রজপুরী
মা যশোদার নয়নমণি গোঠে রাখালরাজা তুমি ,
তোমার প্রেমে পাগলিনী আয়ান ঘরনী রাধারানী ।
ব্রজের কানাই তুমি শঙ্কটে উদ্ধার শ্রীমধুসূদন ,
দ্রৌপদীর বস্ত্রহরণ কালে কর তুমি লজ্জা নিবারণ ।
সীতা উদ্ধার কালে লঙ্কায় কর রাবন বংশ নিধন ,
পাপী তাপী উদ্ধার হরি তুমি প্রভু সত্য নারায়ণ ।
******************
দুপুর - ১ : ০৫ মিনিট ।
১৩ / ১০ / ২৩ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।