ঘননীল আকাশের নিচে ,
পর্ণকুটির খানি সবুজ ঘাসে  ।
পাতায় ঘেরা ছোট্ট সে কুটিরে ,
সেথায় সুখশান্তি বিরাজ করে  ।

সন্ধ্যা বেলা জ্বলেনা সেথা বাতি  ,
আঁধারে ঘিরে থাকে সারারাতি ।
ভয় ভাবনা থাকেনা একরতি ,
শান্তিতে কাটাই সারাটি রাত্রি  ।

ঘুমিয়ে পড়ি সেথা নিশ্চিন্তেতে ,
ডর ভয় মোদের থাকেনা সাথে ।
জোনাকি আলো দেয় সাঁঝ রাতে ,
পাহারা দেয় সেথা ঝিঁঝিঁ পোকাতে  ।

সাপ শুঁয়োপোকা বন্ধু মোদের ,
সাক্ষাৎ পাই সদাই আমরা ওদের ।
সেথা সূর্য সোনা ছড়ায় রোদ্রের ,
গরমে বৃক্ষপত্র বাতাস দেয় মোদের ।

ঘাসের আগায় বিন্দু বিন্দু শিশির জলে ,
যেন বিন্দু বিন্দু জল সাগর গড়ে তোলে ।
মিষ্টি সুরে সুরে গাছের ডালে ডালে  ,
ভোরবেলায় গান গায় কোকিল কোয়েলে।

এই ছোট্ট আমার পাতার কুটিরে  ,
কতই না সুখ শান্তি বিরাজ করে  ।

                *********
বেলা - ১১  : ২৮  মিনিট ।
২৫/০২/২৫ মঙ্গলবার  ।
রবীন্দ্রনগর  =  মেদিনীপুর ।