প্রেম শুধু প্রেম নয় ,
সে যে দুটি হৃদয়ের বন্ধন ,
দুটি হৃদয় একটি হয়
একই আকাশে চন্দ্র তপন ।
দুইটি ফুল একই বৃন্তে
কুসুমিত শত আনন্দে ,
সারাটি জীবন একই সাথে
চলবে তারা একই পথে ।
একই সাথে পথচলা
একসাথে মন দেওয়া নেওয়া ,
একসাথে চাওয়া পাওয়া
সুখে সুখী দুঃখে দুঃখী হওয়া ।
দুটি মন এক হয়
প্রেমে ভালোবাসা রয় ,
দুটি মন এককথা কয়
যখনই দুজনায় কাছাকাছি হয় ।
দুটি হৃদয় এক হয়
কখনো তা ভিন্ন নয় ,
মিলে মিশে একাকার
হয়ে যায় দুটি মন !
প্রেমনদীতে ভাসে দুটি মন
প্রেমের দরিয়ায়,
সোহাগজলে গা ডুবিয়ে
স্নিগ্ধ ভালোবাসায়।
একই মরনে মরে দুজন
এযে জন্ম জন্মান্তরের বন্ধন।
এই বন্ধন টুটেনা কখন
মরণ না ছিনিয়ে নিলে ততক্ষণ ।
দুটি অভিন্ন হৃদয়
এ কখনো মিথ্যা নয় ,
যেথায় মধুর মিলন
হয় শুধু মধুময় !
❤❤❤❤❤❤❤
রাত্রি - ৮ : ৫০ মিনিট ।
২৩ / ০৫ / ২৪ বৃহস্পতিবার ।
কোলকাতা ।