প্রেম সাগরে ভাসবো মোরা প্রেমের দরিয়ায়
সোহাগ জলে সিনান করে স্নিগ্ধ রব ভালোবাসায় ।
ভূবন মোহন রূপের বাহার খেলে যে তার তন্বীতে ,
রূপের আগুন জ্বলছে সেথা অরূপ রূপের বহ্নিতে ।
মন ডুবুরি মানিক যাচে ঝিনুক খোঁজে মুক্তো তোলে ,
ঝিনুক বুকে মুক্তো ঘুমায় অতল তলে সাগর জলে ।
কি অপরূপ রূপের আগুন জ্বলে সাগরেতে ভূবন ভোলে ,
মন ময়ূরী পেখম তোলে নাচে যখন আকাশ ছায় বাদলে ।
প্রেম সায়রে ভাসবে যখন মনের রতন মানিক খোঁজে ,
কৃষ্ণকালো মেঘের কোলে চন্দ্রকলা ভালোবাসায় মজে ।
যমুনা জলে তমাল ডালে যমুনার জল তমালে খোঁজে ,
পথের শেষে আঁখি খোলে সূর্য্য চন্দ্র তারা গ্রহের মাঝে ।
সোহাগে শরমে জাগে মনের কথা বলি বা কাকে ,
মরমে যতনে রাখে কেবা কাকে মনের মাঝে রাখে ।
মনম য়ূরীর নাচন দেখে মন শরমে রাঙা লাজে ঢাকে ,
এসো বঁধূয়া থাক কাছে মনে মনে পিরীতি গোপনে জাগে ।
*******************
বিকাল - ৪ : ২৪ মিনিট !
০৫ / ০৭ / ২৩ বুধবার !
বীজগাঁও = সুইজারল্যান্ড ( ইউরোপ )