প্রেম পিয়াসি মন মম প্রেমের  ভিক্ষারী ,
ভালোবেসে মন দিয়ে দ্বারে দ্বারে ঘুরি ।
চলেছি জীবন পথে আমি পথের দিশারী ,
কোথায় পাবোগো দেখা সখা তোমারি ।

তুমি মোর ইহকাল পরকাল তুমি মোর শ্যাম ,
খুঁজি তোমার নাপাই দেখা বিধি বুঝি বাম ।
এই দীনে করগো উদ্ধার তুমি দীনবন্ধু দয়াল হরি ,
তোমার যে কি মহিমা প্রভু  কিছুই বুঝিতে নারি ।

তুমি আদি তুমি অনন্ত নাপাই খুঁজে তোমার অন্ত ,
দেখা দাও প্রভু তুমি অনন্ত জাগো হে সচিতানন্দ ।
কোথায় তুমি দীনবন্ধু করুণাসিন্ধু গোপাল গোবিন্দ ,
জগৎ জনে কর রক্ষা কৃপা কর হে কৃপাসিন্ধু কৃষ্ণচন্দ্র ।

তোমার প্রেমেতে পড়ে দয়াল খাই হাবুডুবু ,
দেখা দিয়ে জ্বালা জুড়াও কর মোরে উদ্ধার প্রভু ।
চোখেতে দেখিনি তোমায় দেখেছি মানস চোখে ,
দেখা দাও ওগো দয়াল তুমি রয়েছো মোর বুকে ।
          
কল্পনার চোখে তোমায় সতত দেখি আমি,
স্বর্গ হতে তুমি নেমে এসো ওগো অন্তর্যামী !

**************
বেলা - ১১ : ১৫ মিনিট !
০৯ / ১০ / ২৩ সোমবার !
রবীন্দ্রনগর  = মেদিনীপুর !