যুগে যুগে আস প্রভু মানবেরি বেশে ,
ঘুচাও বিরহ তব প্রেমেরি আবেশে ।
চার যুগে এলে তুমি হয়ে অবতার ,
পাপী তাপী অভাজনে করিতে উদ্ধার ।
সত্যযুগে হলে প্রভু সত্য নারায়ণ ,
অসুর বিনাশ লাগি সৃষ্টির কারণ ।
ত্রেতাযুগে এলে তুমি ধনুকধারীরাম ,
রাবন নিধন হেতু এলে লঙ্কারাজ্যধাম ।
দাপরেতে জন্ম নিলে দৈবকী উদরে ,
কংস ধ্বংস হেতু কংসের কারাগারে ।
কলি যুগে এলে তুমি নদিয়া নগরে ,
হরি নামগান তুমি বিলাও দ্বারে দ্বারে ।
প্রেম পিয়াসী তুমি প্রেমের ভিক্ষারী ,
হরিনামে বুক ভাসায়ে ধূলায় গড়াগড়ি ।
দ্বারে দ্বারে ভীক্ষা করে নিতাই গৌর হরি ,
হরিনাম ভীক্ষা আমায় দাও সবে ঝুলি ভরি ।
'হরি' আমি তোমার প্রেমের কাঙ্গাল ,
আমায় তুমি প্রভু আর করোনা কাঙ্গাল ।
আমা পানে চাও দয়া করগো দয়াল ,
আমার হৃদয় যমুনা হলো যে উত্তাল ।
*************
বেলা - ১১ : ১৫ মিনিট ।
০৯ / ১০ / ২৩ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।