তোমারে যতই হেরি আঁখি ফেরাতে না পারি  ,
অপরূপ সৌন্দর্য তোমার আহা মরি মরি  ।
কিবা তোমার রূপ লাবণ্য রূপের বাহারি ,
কর্ণে দোলে স্বর্ণ চাঁপা গলে দোলে সাতনরী ।

তোমার নয়নে প্রেমের পরশ অধরে মধুর হাসি ,
তনুতে আলোর ছটায় ছড়ায় যেন সুগন্ধি সুরভী  ।
যতবার হেরি মাগো  আঁখি ফেরাতে না পারি ,
অধরে উৎপল রাশি যেন নবারুণ রাঙা তারি  ।

আজানুলম্বিত বাহুযুগল কিবা অপরূপ রূপময়  ,
ওদুটি যুগল চরণ শোভে বারেবারে প্রণমি তায় ।
কপোলে চন্দনের টিকা কি অপরূপ শোভাপায় ,
বাহুপরে চম্পকলতার বলয় কিবা অপূর্ব মনেহয়  ।

কুন্তলে কাঞ্চন বরণ তাহাপরি মেঘমালার উদয়  ,
শাপলা বরণ ঘাঘরি পরা ঝানি  রঙ ওড়না গায়  ।
কলমি লতার মল পায়ে ঝুমঝুম বাজিয়ে যায় ,
ঝুমকো লতায় কবরি বাঁধা অপরূপ শোভা তায় ।

চেনা চেনা আঁখি দুটি যেন কাজল আঁকা তায় ,
যতই দেখি বার বার নয়ন  ফেরে না হায় ।
যতবার দেখি তোরে প্রকৃতি জননী জন্মভূমি ,
চলেনা চরণ আমার তোরে ভুলতে নাপারি আমি  ।

            ************
বিকেল  - ৩ : ৩৮ মিনিট  ।
০৪ / ০৯ / ২৪ বুধবার  ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।