কে মেয়ে তুই এলো চুলে
খোঁপাটি বাঁধা বেলি ফুলে ,
মতির নোলক নাকে দোলে
জোড়য়াতে সাজালে গলে ।
অপেক্ষাতে কার পথ চেয়ে
মনে মনে ভাবিস কিয়ে ,
মনের মানুষ কাছে পেয়ে
মন ভরে মনের মানুষ নিয়ে ।
তোর মনে আজ মনের মানুষ
কল্পনাতে আঁকিস তাকে ,
কল্পনা আজ সত্যি হলো
তোর মনের খবর সেকি রাখে ?
তার কথাটি মনে ভেবে
মনটা করে কেমন কেমন ,
মনের মাঝে মানুষটাকে
কেন ভাবিস সারাক্ষণ ।
আসছেরে তোর মনের মানুষ
খোলরে নয়ন খোল ,
আঁখিলোরে ভাসলোরে তোর
নামল প্রেমের বাদল ।
*************
রাত্রি - 9 : 00 টা ।
20 / 02 / 24 মঙ্গলবার ।
কোলকাতা ।