গাঙের জলে গা ভাসিয়ে খেলি অবহেলে ,
মাছ নয় সে মৎস্য কন্যা কাছে এল খেলে।
বললে হেসে আমায় তুমি প্রিয় কখন এলে  ,
কাছে এসে বাসবেভালো ভাগ্যিস তুমি ছিলে  ।

সাগর জলে ঢেউ উঠে ঐ পাহাড় প্রমাণ দুলে  ,
ঢেউ এর জলে সাগর সেঁচে মুক্তো মাণিক তোলে ।
আয়রে সবে আয়রে ভেসে নীল সাগরের জলে,
হেথা এলে দেখতে পাবি প্রেমের স্বর্গ উথলে  ।

ভালোবেসে ভালোবেসো নইলে নকল বেসোনা,
নিখাদ ভালোবেসে সেথা প্রেমের স্বর্গ গড়ে তোলানা ।
প্রেম থাকে নীরবে নিভৃতে হৃদয় মন্দিরে তারে পূজনা,
সেথায় ভালোবেসে প্রেমের কুঁড়ি ধরে তার হয়না তুলনা  ।

হৃদয় মাঝারে উঠিছে উথলি প্রেমের অমৃত স্নিগ্ধ ধারা  ,
মনের মাঝারে সঞ্চিত প্রেম শুধু পিয়াসি পাগল পারা  ।
যেথা প্রেম ভালোবাসাহীন সেতো শুষ্ক মরু সাহারা  ,
প্রেম দান করেন পতিত পাবন বিশ্বপ্রেমের কারা  ।


অথৈ সাগরে প্রেম ঢেউ খেলে সেই তার টানে সবে চলে  ,
সেই প্রেম টানে পড়ে মাঝি মল্লারা ভাটিয়ালি গান তোলে  ।
সাগর জলের নাইয়ারে তুই নাও বাইয়া কোথায় গেলে  ,
এই প্রেম দরিয়ায় পড়ে রে ভাই জীবন কাটে সাগর জলে  ।

              ****************
দুপুর  - ১২ : ৫০ মিনিট।
১৪/ ০৮ / ২৪ বুধবার  ।
কোলকাতা ।