অভিমান ভরা বুকে না থাকিও মন দুঃখে ,
ভোল সব অভিমান চেয়ে দেখো আপনাকে ।
শুকাইয়ে গেছে মুখ বিরহে না হইও উৎসুক ,
ভলো ভলো অনুরাগ হইওনা কিছুতেই বৈমুখ ।
প্রয়োজন যখন হয় তখন সবাই হয় প্রিয়জন ,
প্রয়োজন ফুরিয়ে গেলে তাদের আর নেই দর্শন ।
কি বিচিত্র মানুষ্য জাতি অভিনীত কত আয়োজন ,
প্রয়োজন সবাই আপন তারপরে চেনে না যেমন ।
নীল নীলিমায় তারাগন হারিয়ে যায় যখন তখন ,
কাল মেঘ অকস্মাৎ এসে চন্দ্রকলায় ঢাকে যেমন ।
সবুজ শ্যামা মাঠে ঢেউ খেলে যায় সোনালী ফসল ,
তাই দেখে জুড়ায় চক্ষুদ্বয় হৃদয় হয় আনন্দে বিহ্বল ।
জীবন পথে চলতে গেলে আসে কতই দুঃখ সুখ ,
সব দুঃখ যাবে ঘুচে আসবে দেখো মনে সুখ ।
ধান্য চারা রোপন কালে মাঠেতে জলের প্রয়োজন ,
সময় কালে বৃষ্টি না হলে অসময়ের বৃষ্টি অপ্রয়োজন ।
কৃষক মজুর শ্রমিক প্রয়োজনে শ্রম করে সবাই ,
তাদের নেই কোন প্রিয়জন প্রয়োজনে শ্রম সদাই ।
শ্রমিক মজুরেরা মজুরি পায় প্রয়োজন না মিটে ,
দেশের দশের প্রয়োজনে তারা সর্বদাই যায় খেটে ।
**********
রাত্রি - ৮ : ৩২ মিনিট ।
০৫ / ১২ / ২৪ বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।