প্রকৃতিকে করছে মানব যথেচ্ছ ব্যবহার ,
মানবকুল করছে প্রকৃতির উপর প্রভুত্ব বিস্তার ।
কৃষিজাত ফসল ফলেজমিতে রাসায়নিক সার ,
মানুষ আজ ব্যাধিগ্রস্ত হৃদরোগ পেটেররোগে
জেরবার ।
বিশ্বজুড়ে যুদ্ধ যখন বোমা গোলা বারুদ গুলির বর্ষন ,
প্রকৃতির ভারসাম্য হারিয়ে ফেলে ফলে হয় উষ্ণায়ন ।
যান বাহন সড়ক রেললাইন পাতালরেল নগর উন্নয়ন,
এই বুঝি শান্ত প্রকৃতির উপর অপরিযাপ্ত কঠিন নিপিড়ন ।
সবুজ শ্যামল অরন্য কেটে করে ছারখার ,
সাঁড়াশি আক্রমণ যুদ্ধ দেয় তাকে উপহার ।
গ্রামে শহরে ভিন্ন ভিন্ন রোগের ছড়ায় ভাইরাস ,
মৃত্যুর বিভীষিকা জন মানবকে করে যেন গ্রাস ।
মানব অত্যাচারে আজি জর্জরিত ধরিত্রী ,
কোনরকম রুধিতে নারে ধ্বংস সৃজনের শক্তি ।
তিলে তিলে লোপ পায় শ্যামল সবুজ বসুমতী ,
গড়ে উঠে জনহীন থর সাহারা মরুভূমি অতি ।
ভাতিয়ে দিয়ে জলাশয় খাল বিল নদী নালা পুকুর ,
গড়ে উঠে বড় বড় অট্টালিকা দালান বাড়ী নগর শহর ।
চারিদিকে বহুবিধ অত্যাধুনিক নগর ও শহরের উন্নয়ন ,
প্রকৃতির ক্ষমতা লাঘব করে ধ্বংসের একান্ত কারণ ।
******************
সন্ধ্যা - ৫ : ৫৪ মিনিট ।
২২ / ০৪ / ২৪ সোমবার ।
কোলকাতা !
{ কবি প্রনবলাল মজুমদারের "এ কী আয়োজন " কাব্যর মন্তব্যে বর্ধিত এই কাব্য তাঁকেই উৎসর্গ করলাম }