প্রভাত  বেলায় রোদের আলোয়
                  মেললো পাখীর ডানা ,
সেই আলোতেই হাসছে কত
                    গোলাপ ,যুঁই , হাসনুহানা ।

মেঘের ভীতর হ'তে সূর্য্য
                 মেঘ চিরে বেরোয় ,
সেই আলোই জগতের
                  আঁধার দূর হয় ।

সূর্য্য সোনা রৌদ্দুর গায়ে মেখে
                     মেঘ পরীরা উড়ে আকাশ পথে ,
জল পরীরা লুকায় মেঘের আড়ে
                     জলে স্থলে রৌদ্র আলোর সাথে ।

পূব আকাশে প্রভাত বেলায়
             সূর্য্যসোনা খিলখিলিয়ে হাসে ,
জলে স্থলে নভোনীলে
               আলোর জোয়ার ভাসে ।

জবাকুসুম বর্ন যার সেইতো মহাদ্যুতি
                    সর্ব পাপস্খালন কর ওহে দেবজ্যোতি ।
তোমায় প্রনাম জানাই ওহে দিবাকর
                    জগৎজনের পূজ্য তুমি ওহ দেব ভাস্কর ।

তুমি উদয় না হইলে জগৎ হেরে আঁধার
                  জগৎ আলোকিত হয় তুমি উদিলে প্রভাকর ।

                ******************
রাত্রি - ৮ : ৩৫ মিনিট ।
০৮ / ০২ / ২৪ বৃহস্পতিবার ।
কোলকাতা ।