হৃদয়ের প্রতিভার লুকিয়ে রাখা যায়না গোপনে ,
স্রোতস্বীনি নদী যেমন বয়ে চলে আপনার মনে ।
প্রতিভার প্রতিভা গুলি বিচ্ছুরিত হয় প্রতি ক্ষনে ,
হৃদয় মন্থনে আলোড়িত অন্তরে মনের গোপনে ।

প্রতিভার হৃদয় বর্তীকা কখনো না যায় নির্বাপিত ,
স্রোতস্বীনি নদীর তরঙের মতো হয় সদা প্রবাহিত  ।
প্রতিভার প্রতিভা আপনা আপনি সময়ে প্রকাশিত ,
প্রতিভার গরীমা বিফলে যায় না হয় তা উদ্ভাসিত ।

একদিন হবেই দেখো প্রতিভার আলো বিচ্ছুরিত,
ধামা চাপা দিয়ে তাকে যায়না হয় তা বিকসিত  ।
হৃদয়ের প্রতিভা হয়না আচ্ছাদিত ছড়ায় সুরভীত ,
আবেগে আবেশে স্ফুলিঙ্গ তার হতে থাকে বহির্গত ।

জ্ঞান বিদ্যা বুদ্ধির একদিন তোর জানবে  সর্বজন ,
কোন বাধাই বিপত্যিই মানবেনা শুনবেও না কখন ।
নিজের দেশের ধনীরা সম্মান পায় শ্রদ্ধেয় জ্ঞানীজন ,
বিদ্যা ধন মহাধন জ্ঞান বুদ্ধি চোরে চুরি না করে কখন ।

ডাকাতে ডাকাতি করে ডাকাতি করে ধন অর্থ সব রতন ,
ডাকাতি চুরি না করতে পারে বিদ্যা বুদ্ধি জ্ঞান পরম ধন  ।
সুন্দরী প্রতিভা জন্মবধি সে প্রতিভা পাওয়া কঠিন অর্জন ,
প্রতিভার নাই ক্ষয় লয় নাই দৃশ্য হৃদয়ে মধ্যে সারাক্ষন ।

                      ************
বেলা - ১১ : ৫৬ মিনিট ।
০৬ / ১২ / ২৪  শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।