প্রতিমা গড়ার কাজে ব্যস্ত কুমারটুলি ,
দিনরাত্রি এককরে প্রতিমা গড়ে সকলি ।
মৃন্ময়ী রূপে ধরায় কি চিন্ময়ী হয়ে এলি ,
আবাল বৃদ্ধ বনিতা সবে ডাকে মা মা বলি ।
নিদ্রাহার ভুলে যায় প্রতিমা গড়ার নেশায় ,
কুমোরটুলিতে ব্যস্ততা লাগে প্রতিমা গড়ায় ।
মহেশের সঙ্গে মহেশ্বরী আসবেন এই ধরায় ,
ধরার হাসি ধরে নাকো আনন্দে ভেসে যায় ।
শরৎ সাজায়ে ডালি সাপলা শালুক কামিনী ,
টগর যূথিকা মল্লিকা গাঁদায় সাজিছে মেদিনী ।
দুঃখ দৈন্য রোগ ব্যাধি জ্বরা দূর কর গো জননী ,
শোক নাশ দুঃখ ত্রাস ভবভয় হর মা মোহিনী ।
তুই মাগো ভবদ্বারা আয় মাগো আয় ত্বরা ,
বসুন্ধরা হয়ে দিশেহারা পথ দেখা ওমা তারা ।
মমতাময়ী তুই মা আমার হয়েছি যে মাতৃহারা ,
তুই কবে মা আসবি জননী দয়া কর ভবদ্বারা ।
জগতে আনন্দ যজ্ঞে আয় মা পুত্র কন্যা সঙ্গে ,
ভাসুক জগৎ আনন্দ তরঙ্গে ভব সাথে আয় রঙ্গে ।
ভব সাথে আয় ভবানী শান্তি নামুক তাপিত বঙ্গে ,
পূজবো তোরে মনপুষ্পে ভক্তি চন্দনে ও মাতঙ্গে ।
**************
বিকাল - ১১ : ২২ মিনিট ।
২৯ / ০৯ / ২৩ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।