শরতে শিশিরে নাহিয়া জননী ,
এসোগো ভবানী এসো আগমনী ।
শাপলা সালুকে সাজাইয়া সাজি ,
প্রকৃতি সেজেছে অপরূপা আজি ।
শিউলী ছড়ানো মেঠো পথ ধরে ,
আয় মাগো উমা আয় মাগো ঘরে ।
সবুজ ঘাসের আগায় সিক্ত শিশিরে,
নব অরুণ উদয় আলো দেয় ভোরে ।
ঊষার আলোকে শিশির বিন্দু বিন্দু ,
নব আনন্দে হাসে খুশিতে শরদেন্দু ।
ঘাসের আগায় আগায় শিশির স্বর্ণবিন্দু ,
রোদ ঝলমল শিশিরে সাগর সিন্ধু ।
নীলাকাশে পিঁজা তুলো মেঘ ভাসে ,
শরতে শারদীয়ার পূর্ণপ্রভা প্রকাশে ।
মায়ের আগমণী ধ্বনি আকাশে বাতাসে ,
সাজো সাজো রব ঐ হৃদয় আকাশে ।
পূজো এলো পূজো এলো টুলি পাড়ায় ,
কুমোরটুলিতে ব্যস্ত সবে প্রতিমা গড়ায় ।
নিদ্রাহার ত্যায়াগিয়া কাদা মাটি মাখায় ,
কে কত সুন্দর প্রতিমা গড়ে তারই নেশায় ।
**************
বিকাল - ৪ : ২২ মিনিট ।
২৯ / ০৯ / ২৩ শুক্রবার ।
মেদিনীপুর = রবীন্দ্রনগর ।