বসন্তের আগমনে প্রেম সংগোপনে ভরিল গগণ ,
এখনো গুনগুন করেনি ফুল বনে মধুপ গুঞ্জন ।
পলাশে শিমুলে রঙে রাঙেনি ফুলদলে এখনো ,
ফাগুনে প্রেমের ফাগে হৃদয় জ্বলেনি আগুনও।
বসন্তের রাঙা রঙে রাঙেনি এখনো এই বিশ্বভুবন ,
রেঙে উঠে পলাশে শিমুলে কিংশুকে রাঙা দুটি মন ।
বসন্ত উঠুক জেগে পাতায় ফলে ফুলে রাঙিয়ে জীবন ,
মেতে উঠুক জগৎ জননী রাঙুক দুটি প্রজাপতি মন ।
ফাগুনে আগুন লাগে পলাশে শিমুলে ডালে ডালে ,
প্রজাপতি ডানা মেলে বসে গিয়ে এফুলে ওফুলে ।
ফাগুনে বসন্তের হিল্লোলে প্রজাপটি মন পথ ভুলে ,
বসন্তের প্রেমের হাওয়ায় মন কার সাথে কথা বলে ।
পলাশে রাঙিয়ে ঠোঁট মন রাঙে শিমুলের অনুরাগে ,
কিংশুক ভারী হিংসুক জ্বলে পুড়ে মরে সুখ অনুভবে ।
বসন্তে দুটি মন হয় বিনিময় পুলকিত কুসুমের বাগে ,
অপেক্ষিত দুটি মন প্রেম অনুভবে চঞ্চল ফুলের সৌরভে ।
দুটি হৃদয় এক হয় বসন্তে পরিণীতি পরিনয় সুতোর ব্ন্ধনে ,
প্রজাপতি দুটি হৃদয় শুধু হয় আনমন কল্পিত প্রেমঅনুরাগে ।
নন্দিত হরষে নব রাঙা পরশে নব আনন্দে রাঙা হয় রঙেরঙে ,
দুটিমন এক হয়ে নাবিক সম বেয়ে চলে জীবনে নৌ এইভবে ।
****************
দুপুর - ১২ : ০৫ মিনিট।
০৯ / ১১ / ২৪ শনিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।