মনের ময়ূর যখন মেললো পেখম ,
তখনি কবির মনে হয় কাব্যের জনম ।
তখনি লিখে চলে হাতে কবির কলম ,
কবিতা তখন পায় এক নূতন নব জীবন ।
কবি মন লিখে চলে প্রস্ফুটিত কুঁড়ির শতদল ,
সঙ্গে সাথে তার ফুটে উঠে কতশত শ্বেতকমল ।
ভ্রমর সেদিক পানে ধায় খুঁজে যথা মৌ জমা ফুল ,
মধুকর উড়ে চলে যেথা ফুলে ফুলে মৌ টলটল ।
তখনি গুনগুন গুঞ্জনে গান গায় মন মধুকর ,
অবিরাম কবির মনের ময়ূর দেখে পয়োধর ।
নভে জলধর নিরিখে পেখম মেলে মনময়ূর ,
পেখম মেলে তখন নাচে রিমিঝিমি কী সমধুর ।
তখনই আকাশ পরে কালোমেঘ ভীড় করে আসে ,
তখনই তো কবি মনে নূতন কবিতা বেড়ায় ভেসে ।
নৃত্যের তালে তালে ছন্দ শব্দ দোলে মনের আকাশে ,
লেখনীর বৃন্তে মন নাচে আনন্দে যেন সৌরভে মেশে ।
কবি মন উন্মণ করে কত আলাপন তার ময়ূরী মনে ,
লিখে চলে কবির লেখনী যা আছে মনের গোপনে ।
কবির প্রেমালাপ হয় তখনি কবিতার সাথে মনেমনে ,
মন দেওয়া নেওয়া আলাপন হয় সেথা অতি যতনে ।
কবি মন আনমন কিবা লিখে উন্মন করে চনমন,
শতদলে পরিপাটি সাজায়ে কবিতাটি করে উন্মোচন ।
**************
রাত্রি - ৯ : ৪২ মিনিট ।
১৩ / ০৫ /২৪ সোমবার ।
কোলকাতা।