ঘুরতে এসে দেখতে পেলাম কত জীব কত জন ,
ভালোবেসে ফেলি তাদের ভোলা যায়না কখন ।
মনে মনে বসে ভাবি মন কত করি অনুসন্ধান ,
হৃদয় ভরিয়া রাখি কত শত অমূল্য রত্ন মূল্যবান ।
সেথায় যাবো কত ভাবি মন যাওয়া হয়নাতো আর ,
মনেকরি কতবার হয়নাতো যাওয়া সেথা আরবার ।
রোজ রোজ মনে ভাবি আর যাওয়া ফিরে না আবার ,
মন থেকে মুছে কি যাবে ধরে রাখা স্মৃতিগুলি আমার ।
ফেলে আসা দিনগুলি কেমন করে ভুলে যাই বলো ,
সুন্দর দিনগুলি মনে জাগে বলে সেথায় যাই চলো ।
আবেশে দুইচোখ জলে ভরে আসে সদা করে ছলছলো ,
মন শুধু বারে বারে বলে সেথা যাই ফিরে একবার চলো ।
ভুলে যাব স্মৃতিগুলি ভোলা নাহি যায় হায় ,
বারে বারে ভসে ওঠে মনে দোলা দিয়ে যায় ।
আদরে সোহাগ ভরে রাখি হৃদয়ের আঙ্গিনায় ,
কেমনে বিস্মরিব অতীত স্মৃতিপটে ভাসে হায় ।
হৃদয়ে হৃদয় ভরে অন্তরালে সাজাই তারে ,
ভুলি ভুলি মনে ভাবি ভোলা যায়না একেবারে ।
যতই ভাবি ভুলে যাই কিছুতেই ভোলা না যায় তারে ,
যখন যেখানে যাই কে যেন পিছুটানে দেয় আমারে ।
**************
রাত্রি - ৮ : ২০ মিনিট ।
১৫ / ০১ / ২৪ সোমবার ।
কোলকাতা ।