শক্তের ভক্ত নরমের যম ,
জ্ঞান বিবেক নাই বুদ্ধি অতি কম ।
সুকর্ম নাই তার দুর্নীতি নীচ প্রকৃতি ,
যত পায় তত চায় আত্মসুখে নাই তৃপ্তি ।
অস্থির মস্তিষ্ক কোথা গেলে পাবে সুখ ,
যখন ইচ্ছা বেরিয়ে যায় মনে মনে ঠিক ।
ভালো মানুষী সাজতে গিয়ে কথা বলে ভুল ,
নাজানে কথা নাবুঝে কিছু মূর্খের সমতুল ।
নাই লজ্জা নাই মান পদে পদে অপমান ,
বেহায়ার নাই সমতুল দুইকান কাটার সমান ।
পুচ্ছহীন মহামানব যেমন দ্বিপদ লম্ফমান ,
যথায় যা কিছু পায় লুকিয়ে চুরিয়ে চর্ব্যমান ।
বিদ্যা আছে নেই জ্ঞান বিনয়ী নয় মস্ত বেয়াদব ,
দিনরাত্রি ফাঁকিবাজি তার শুধু খাই খাই খাইরব।
কাজ কামে লবডঙ্কা কেবল ভালো মন্দ খাই সব,
কাজ করতে গেলেই বলে গাহাত মাথা ব্যথা অনুভব ।
দেড় চালাকিতে সিদ্ধহস্ত শয়তানি বুদ্ধিতে পাটোয়ার ,
কাজ না করেই বলে এক নিমেষে সব কাজ কাবার ।
খাবারেতে নাই অনিচ্ছা শুধু খাবার দাও বার বার ,
কাজে নাই প্রবৃত্তি শুধু ভালো খাবার খাবো বার বার ।
*******************
রাত্রি - ১০ : ২৬ মিনিট ।
১৬ / ০২ / ২৪ শুক্রবার ।
কোলকাতা ।