ভাঙা মন লাশ হয়ে থাকে বিছানাতে ,
চুপি চুপি প্রবেশে ঘরে নিশুতি রাতে ।
কত গল্প খবরা খবর ছড়ায় প্রভাতে ,
সাহিত্য উপন্যাস হয়ে ফেরে পথে পথে ।
তাসের ঘরের মতো রোজদিন ভাঙে কত সংসার ,
ভেঙে ছিন্ন ভিন্ন হয় কত শত সুখের আগার ।
সম্পদকালে আপন স্বজন পর কত বন্ধু হয় ,
দুঃখের দিনে তাহারাই অপরিচিত যেন নাই পরিচয় ।
সময়ের কী যে লীলা খেলা কেউ বুঝেনা ,
রাজা কখন ভিক্ষারী হয় কেউ তা জানেনা ।
ভীক্ষারি কখনো আবার কখনো রাজা হয়ে যায় ,
কখনো বা শাসক হয়ে দেশের কার্য্য চালায় ।
মানব জীবন দরিয়ায় কতশত ঢেউ খেলে যায়
কখনো উজানে তরী কখনো ভাটাতে ভাসায় ।
রাজা কখন ভিক্ষারী হয় তার দুর্বুদ্ধির ফলে ,
অহংকারে মদনোমত্ত স্বেচ্ছাচারি ধ্বংসের মূলে ।
যখন দাম্ভিকতা মনে মনে পায় মতগর্বের ঠাঁই ,
অধঃপতন আসে অবনতি হয় তাহার তখনই ।
***************
সন্ধ্যা - ৬ : ৪১ মিনিট ।
২১ / ০৪ / ২৪ রবিবার ।
কোলকাতা ।