পরিযায়ী পাখীর ঝাঁক উড়ে আসে দেশে ,
শীত ও বসন্তের আগমনে বর্ষার শেষে ।
পরিযায়ী পাখীর ঋতুতে ঋতুতে উড়ে আসে ,
মনে জাগে নূতন আনন্দ ওদের দেখে আকাশে ।
কিছু বসে মাঠে ঘাটে কিছু বসে আবার নদী তটে ,
কিছু বসে ডালে ডালে নাচে কিছু জমিতে ধান খুঁটে ।
কিছু গাছের ডালে বসে কিচির মিচির কলরবে ,
কিছু গাছের ডালে ডালে নাচে গায় সগৌরবে ।
কতপাখী আনন্দ মাতে কতক মাতে খুনসুটিতে ,
আবার কিচির মিচির কলরবে খাবার কাড়াকাড়িতে ।
একঝাঁক নদীর জলে স্নান করে ডুবে ডুবে খেলে ,
গুটি কয়েক মায়ের ঠোঁটে ঠোঁট দিয়ে খাবার গিলে ।
একঝাঁক উড়ে উড়ে খেলে দেখ ঐ আকাশনীলে ,
আবার কিছু বাসায় বসে খায় মা পাখী খাবার দিলে ।
একঝাঁক উড়ে ঝিলের জলে ঠোঁট দিয়ে মাছ তুলে ,
কিছু কিছু শ্যান দৃষ্টি ফেলে উড়ে বেড়ায় নভোতলে ।
**********************
রাত্রি - ৮ : ৪৫ মিনিট ।
১৩ / ১২ / ২৩ বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।