সুখ আছে তবুও সুখ নাই ,
সুখের বিশ্লেষন কি জানা নাই ।
সুখের খোঁজে বিশ্বে ঘুরি তাই ,
সুখের খবর কোথাও না পাই ।

বিশ্বজুড়ে ঘর যে আমার ,
দেখি আমি যে যার সে তার ।
কেউ খাচ্ছে মন্ডা মিঠাই দেদার ,
কারুর মুখে নাই যে আহার ।

এই সবই দুনিয়া দারি ,
নানা রঙের রঙ বাহারি ।
এই সব কিছুই আজাহারি ,
কিছুই তারি বুঝতে নারি ।

এই পৃথিবীর পান্থশালায় ,
কখন কে আসে কে যায় ।
তার হিসাব কে রাখে হায় ,
নিয়ামকের হিসাব খাতায় ।

বিধির বিধান সৃষ্টি কর্ত্তাই ,
বিশ্ব চলে তাঁরই বার্তায় ।
তাই নিয়ামকের হিসাব খাতায় ,
যোগ বিয়োগের হিসাব মিলায় ।

      ***********
রাত্রি - ১০ : ২০ মিনিট ।
০৭ / ০৫ / ২৪ মঙ্গলবার ।
কোলকাতা ।