বুকের মাঝে মনের ক্ষত চলছে অবিরত ,
বাংলা মায়ের গান আমি গাইছি কতশত  ।
মানুষের বিশ্বাস এখনো যায়নি দূরে সরে ,
দেবেদেবী ভেবে শিলা এখনো পূজা করে ।

যতই জ্ঞান গরীমা শিক্ষার থাকুক না বল ,
অর্থ ধন বিনা সবসময়ই সবকিছুই অচল ।
নেশাড়ি জুয়াড়ি যতই করুক অর্থ উপার্জন ,
পরিশোধ না দিতে পারে ঋণ তাদের কখন ।

সময় থাকেনা বসে কখনো কারুর আশে ,
জীবন সমুদ্র বয়ে যায় সময়ের স্রোতে ভেসে ।
দুষণ মুক্ত বাতাস নেই সদাই দুষণ যুক্ত ময় ,
রোগ অসুখে ঘিরে রয় সদাই জীবন হয় সংশয় ।

গ্যাসওভেন ইন্ডাকসান চুলায় খাবার পাকায় ,
আম্বল গ্যাস সদা ভুগে সবাই হজম নাই হয় ।
চাপেই নাকি বলে বাপ চাপেই মাথা খারাপ ,
চাপের চাপে ঘুরছে মাথা চাপেই সমাধান সব ।

এলো কত কিছু বঙ্গে ভঙ্গ দিলো কত রঙ্গ ,
দেখালো কত রঙ্গ ঢঙ্গ দেখে সবাই হতবম্ব ।
হায়রে একি হলো বঙ্গ দেখি কি অদ্ভুত সঙ্গ ,
ভাবে বসে আদ্যপান্ত ত্যাগ করে বেদবেদান্ত।

                  ********
সন্ধ্যা - ৫ : ২৭ মিনিট ।
১৯ / ১২ / ২৪ বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।