যুগ বদলায় বছর মাস দিন পাল্টায়  ,
অতীতের মধুর স্মৃতিগুলিও বদলায়  !
প্রথম ভালোবাসা মিষ্টি পরে তিক্ততায় ,
দিন দিন ভালোবাসার ধরন বদলায়  !

আমার আমিতে আমি তোমার তুমিতে তুমি,
আজ ভালোবাসা হয়েছে সবচেয়ে কমদামি !
নুতনে নয়কড়া পুরানো হলে ছ্য়কড়া জানি  ,
প্রেম ভালোবাসা দেখি সবচেয়ে কমদামি   !

নবীনের ভালোবাসা আবেগে হৃদে ঝরেপড়ে,
নবীনের ভালোবাসা চিরদিন একথাকেনারে!
ক্রমে জীবন বদলে যায় বৃহৎ এই সংসারে  ,
ভালোবাসার  বন্ধুত্ব পরিণতি বিবাহ বাসরে!  

কৃষ্ণপ্রেমে পাগলিনী রাধা কলংককালী মাখে,
ভক্তিডরে বাঁধাসেযে কৃষ্ণ ভুলে কি থাকে?
কৃষ্ণ প্রেমেপাগল হয়ে গৃহত্যাগী নদের নিমাই ,
চন্ডিদাস আর রজকিনী একমরনে মরে দুজনাই !

কৃষ্ণপ্রেমে পাগলরাধা নিধুবনে কৃষ্ণকরে ভজনা ,
শ্বাশুড়ি নানাদি স্বামী দেখে তারে  দেই গুরু গঞ্জনা  !
জটিলা কুটিলা হেরে রাধা কৃষ্ণ নয় কালীকে করে ভজনা ,
কালী নয় রাধারানী  সেথা কৃষ্ণকালায় করে সাধনা  !

             **************
রাত্রি - ৮ : ২৮ মিনিট  !
১৪ / ০২ /২৫ শুক্রবার   !
রবীন্দ্রনগর = মেদিনীপুর  !