পাগলের মেলা বসেছে রে ভাই পাগলের মেলা বসেছে ,
মেলায় শুধু পাগল সবাই কত রঙের পাগল এসেছে ।
ব্রহ্মা পাগল বিষ্ণু পাগল মহেশ্বর পাগল হয়েছে ,
তিন পাগলে বাঁধাল গোল আর এক পাগল নদে এসেছে ।
কৃষ্ণ প্রেমে পাগল হয়ে শচী মাতার দুলাল নিমাই ,
নামের নেশায় পাগল হয়ে পথে পথে বেড়ায় ।
হরিণামে কি আনন্দ নামে মজলে জানা যায় ,
কৃষ্ণনামে পাগল হয়ে সংসার ত্যাজিলেন নিমাই ।
কেউ কৃষ্ণ নামে পাগল হয়ে নামে কেঁদে বুক ভাসায় ,
কৃষ্ণপ্রেমে পাগল হয়ে নিমাই প্রাণ ত্যাগ করেন যমুনায় ।
চন্ডিদাস আর রজকিনি কৃষ্ণ প্রেমের শিরোমনি তারাই ,
তারা এক মরনে দুজন মরে এমন মরে কয়জনায় ।
কেউ বা আবার বইয়ের পাগল যা বই পায় কেনে তাই ,
বইয়ের নেশায় পাগল তারা বই কিনেই আনন্দ পায়।
কবিরা সবে কবিতায় পাগল কবিতার পাগল হয়েছে তায় ,
কত কিছুই নিয়ে কাব্য লিখে পাঠক পাঠিকাদের মন ভুলায় ।
কত রঙের পাগল দেখিরে ভাই এই দুনিয়ায় ,
ভক্তি রসে পাগল কেউ তাই ভক্তি রসে ভাসে সদাই ।
ব্রহ্মা পাগল বিষ্ণু পাগল আর এক পাগল শিব ,
এই তিন পাগলে যুক্তি করে এসে ভাঙলো নবদ্বীপ !
***********
বিকাল - ৪: ৪৪ মিনিট।
১৯ / ১১ / ২৪ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।