হৃদয়ের ভালোবাসা গঙ্গা জল সম পবিত্রময় ,
যত্র তত্র ভালোবাসার মর্যাদা না কেউ দেয় ।
প্রস্ফুটিত কুসুম সম নিখাদ ভালোবাসা সুন্দর ,
উলুবন ( বেনাবন ) না বুঝে ভালোবাসা অন্তর।
পঙ্কিল হৃদয় যার সে বুঝেনা ভালোবাসার মানে ,
অভিনয়ে ভালোবাসে মধু লুটে পালায় সেস্থানে ।
অনাচার হৃদয় যার অন্তর আবর্জনা প্রতি কোনে ,
না বোঝে ভালোবাসা কূরুচি ভরা লোভ সেখানে
ভালোবাসা পবিত্র শিখায় স্নেহ মমতা প্রেম ভক্তি ,
ভালোবাসা শিখায়েছে ত্যাগ কর বিদ্বেষ ভাব মুক্তি ।
হৃদয়ে জাগাও ভালোবাসার প্রেমপূর্ণ পবিত্র আনন্দ ,
ভালোবাসা হয় অপবিত্র দৈহিক পিপাসায় সদা উন্মত্ত ।
ভালোবাসা শুধু দুটি হৃদয়ের নিগুড় পবিত্র বন্ধন ,
অজেয়কে করে জয় নির্জীব প্রাণে জাগে স্পন্দন ।
চন্ডীদাস রজকিনীর ভালোবাসা এক মরণে দুজনের মরণ ,
কৃষ্ণকে ভালোবেসে মীরারানী কাটাইল সারাটি জীবন ।
মায়ায় ভরা মুখ আর প্রেমে পবিত্র ভালোবাসার মন ,
মনোমুগ্ধ দুটি আঁখি ভালোবাসার পবিত্র হৃদয় বন্ধন ।
বুকভরা ভালোবাসা দাতব্যে পূর্ণ পবিত্র দুইটি হাত ,
হৃদয়ভরা ভালোবাসায় পূর্ণ দয়া মায়া হাসি দিনরাত ।
*************
সন্ধ্যা - ৭ : ৪০মিনিট ।
০৩ / ০১ / ২৪ বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।