মানুষ হয়েছে বন্য হারিয়েছে হুঁশ ,
মানুষের মুখোশ পরে হয়েছে বেহুঁশ ।
মানুষ আর পশুতে নাই কোন তফাৎ ,
মানুষের খোলস গায়ে বাধায় সংঘাত ।
মান নাই জ্ঞান নাই নাই মনুষ্য চরিত্র ,
স্থান নাই কাল নাই করে আসুরিক কৃত্য ।
লোভ লালসা ভরা তারা সদাই থাকে মত্ত ,
প্রকাশ্যে কূকর্ম করে পশু সম নয়কো গুপ্ত ।
লোভ লালসা সবার আছে কারুর নয় লুপ্ত ,
লোভ লালসা মায়া মোহ নাই যার সেই পবিত্র ।
লোভ নাই ক্রোধ নাই জ্বরা ব্যধিতে নয় ভুক্ত ,
পার্থিব জগৎ হতে সেই সদা সর্বদাই থাকে মুক্ত ।
মানুষের শরীরে হিংসা লোভ মোহ কতই বিরাজে ,
কখনো মনে কখনো জীভে নানারূপে দেহে রাজে ।
অপকর্ম কূকর্ম করে যারা সদাই কতই রূপে সাজে ,
সৎ কর্ম করে সৎ পথে থাকে যারা মরে মাথা গুঁজে ।
অকর্ম কূকর্মে রত উন্নতি হয় তাদের ততই বেশী ,
সৎ কর্ম করে সৎ জীবন যাপন করে হয় ঠাসা ঠাঁই ।
কূকর্ম দস্যুবৃত্তী যাদের তাদের জন্ম জন্মাতরের গ্লানি ,
নাই জ্ঞান নাই হুঁশ নাই তাদের পাপ পুণ্য ধর্ম নামানি ।
**********************
রাত্রি - ৯ : ৫২ মিনিট ।
০২ / ১০ / ২৪ বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।