রাতের নিশা নামে যখন আমাদের দু'চোখের 'পরে ,
প্রভাত বেলা কে জাগবে কে থাকবে চির নিদ্রাঘোরে ।
মনের ভীতর মনের ছবি কত ঘোরা ঘুরি করে ,
ঘুমের ঘোরে অজান্তেই কতই স্বপন দেখি ঘুমঘোরে ।
গোপন মনের অন্ধকারে মরণ জিয়ন ঘুমের ঘোরে ,
অন্ধকারে ঘুমের দেশে কোথায় কে যায় আসে ওরে ।
মনেরই অজান্তে ঘুমের দেশে কে যাবে কে কোথায় ওরে ,
হঠাৎ যেন মরণ এসে ঘুমের দেশে সোহাগ ভরে বরণ করে ।
ভোরের বেলা ডাকলে পরে ভাঙবে না ঘুম খুলবেনা চোখ আর ,
অবাক হয়ে সবাই তখন বলবে ওরে কেন ডাক বার বার ।
মরণের নাই সময় অসময় কখন পরমায়ু শেষ যে হয় কার ,
যখন যার হবেরে সময় তখন আসবে শমন দূতের হাতে তার ।
মরণ ভয়ে ভীত যত সব প্রাণী জীব জগৎ সদাই সন্ত্রস্ত ,
মৃত্যুকে এড়ায়ে থাকে এই চরাচরে আজও নাই করো হিম্মৎ ।
যুগে যুগে মহাযুগে জনম মরণ কালের হাতে চির শাশ্বত ,
জন্মিলে মরিতে হবে বিজ্ঞান ও জাগতিক নিয়ম সম্মত ।
মরণ কখন কার শিয়রে দেয় হানা তা' সবারই অজানা ,
মরণ কখন কারে করবে বরণ নাই তার অগ্রিম পরোয়ানা ।
******************
সন্ধ্যা - ৬ : ২৪ মিনিট ।
০৬ /০৪/২৪ শনিবার ।
কোলকাতা ।