পাকছে চুল পড়ছে দাঁত ,
হাতে লাঠি কোমরে বাত!
চশমা চোখে ফোকলা দাঁত ,
চামড়া লোল  চলেনা পা হাত !

বুড়োর কথা কেউ শোনেনা ,
বুড়োর কথা গ্রাহ্য করেনা !
যুক্তিযুক্ত কথা যতই বলুকনা ,
তার কথা কানে তোলেনা !

তাকে সবাই বলে বস সরে ,
বসছো কেন পথ ঘিরে ঘিরে !
খাওয়া হলে বস অন্য ঘরে  ,
নইলে শোও বিছানার পরে !

কিযে কথার মানে iবোঝোনা ,
কথার মধ্যে বুড়ো কথা বলোনা! বুড়ো বয়সে ভীমরতি নাই বুদ্ধি,
বুড়োর নাই কিছু কথার যুক্তি!

বুড়ো কানে শোনে কম ,
কথায় কথায় সবই ভ্রম !
বুড়োকে করেনা কেউ সম্মান ,
বুড়োলে নাই গ্রাহ্য কোনো মান!

   **************
রাত্রি - ৭ : ২৬ মিনিট !
১২ / ১১ / ২৩ রবিবার !
কোলকাতা !