মায়ার অক্টপাশে মন বাঁধা হয়েছে  হায় ,
তার মাঝে মাগো মন শুধু তোমাকেই চায় !
তোমার ওই স্নেহ মাখা অঞ্চলের ছায়ায় ,
সতত পিয়াসী মন তোমায় খুঁজে বেড়ায় !

জানি তুমি আছো ঘিরে তোমার সন্তানেরে ,
অপার অসীম স্নেহছায়ায় পাশে রেখে  ঘিরে !
তবু কেন প্রাণ কাঁদে মন ফাটে   তোমার তরে ,
তোমায় না পাওয়ার অভাব মন কেন বিদরে !

মাগো তোমায় আরো ভালোবেসে কেন পারিনি রাখতে ধরে ,
কিবা দোষে কোন অভিমানে মাগো মোরে  গেলে ছেড়ে !
চারিদিক শূন্যময় ত্রিভুবন শূন্য হয় মাগো তোমায় না হেরে ,
তবুও তুমি রেখেছো মাগো আমায় বেঁধে স্নেহডোরে !

কত পুণ্যফলে মাগো জন্ম নিলাম তোমার জঠরে ,
তিল তিল করে আমি বেড়ে উঠি  তবগর্ভ গোহ্বরে !
দশমাস দশদিন পরে প্রসব যন্ত্রনা সহ্য করে জন্ম দিলে মোরে ,
কত কষ্ট অসহনীয় যন্ত্রনা সয়ে জন্ম দিলে ধরাপরে  !

যখন আমি জন্মেছিলাম এই ধরাপরে তখনি কেঁদেছিলাম মা মা বলে ,
তখন যত কষ্ট ভুলে ধূলি ঝেড়ে  আমায় বুকে নিলে তুলে !
মায়ের মতো এমন দরদী আর কি কাউকে এই দুনিয়ায় মিলে,
মা যে  সবার বড় সবার সেরা স্বর্গ সুখ পাই মায়ের কোলে !

    ************
বেলা - ১১ :৫১ মিনিট !
২৮ / ০৬ /২৪ শুক্রবার !
কোলকাতা !