থাকে ওরা রাস্তায় গাছতলায় ফুটপাতে  ,
পরনে নেই কাপড় ওদের অন্ন না জুটে পাতে  ।
কেউ না করে ওদের আদর বাসেনা ভালো ,
ওদের নাই সমাদর কারো কাছে পায়না স্নেহ  ।

কারুর কাছে কিছু যদি চায় সবে ঘৃণা করে সরে যায় ,
ওদের চোর ছেঁচড় বদমাইস হাতটান বলে সবাই   ।
নেইকো  ওদের মান সম্মান ভয় দুঃখ লাজ  ,
ওরা দীন হীন ঘৃণার চোখে নাক সিটকায় সমাজ  ।

ওদের নিজেদের নেই ঘর বাড়ী সুখের সমাজ  ,
সবাইয়ের নিকট ওরা চোর গুন্ডা ছিনতাই বাজ  ।
ওদের নাই মান অভিমান এবাড়ী তাড়ালে ঐ
বাড়ী দন্ডামান ,
ওদের অবহেলিত দুঃখময় নির্যাতিত এক জীবন  ।

কি খায় কোথায় থাকে কেউ রাখেনা খোঁজ খবর  ,
ওরা ভীক্ষা করে বাঁদর নাচায়  বাজী করে রাস্তার উপর।  
দয়া করে দুপয়সা  কেউ দেয় কেউ দেয়না তাতে নেই জোর,  
ওদের নাই খাট বিছানা ভাল ছাদ নাই  মাথার  উপর  ।

ওরা অভাগা  দীন দুঃখী সুখের মর্ম বুঝেনা বড়ই দূঃখী  ,
ওদের নাই সমাদরের জায়গা ওরা নয়কো সুখী  ।
       ***********
বিকাল - ৫ : ১৫ মিনিট !
২৮ /০৫ /২৪ মঙ্গলবার !
কলকাতা !