সবুজে ঘেরা গ্রামখানি মোর পাল্টে গেছে সাজ ,
আগের সেই গ্রামটি আমার অচেনা লাগে আজ ।
সেই পুরানো গ্রামটি আমার খুঁজছি মনের মাঝ ,
মনর মাঝে সেই গ্রামটি আমার তেমনি আছে আজ ।
মনের মাঝে গ্রামটিকে মোর স্বপ্ন মাঝে দেখি ,
স্বপ্ন মাঝে হারিয়ে গেল সে অচেনা আজ একি !
সবুজে ঘেরা গ্রামটি আমার কোথায় গেলো চলে,
পাকারাস্তা মটর গাড়ি ঘরে দোরে নিয়ন বাতি জ্বলে ।
কই গেল সেই গরুর গাড়ি চাকার পথে কেচকেচানি কাদা ,
পথের ধারে সজনে গাছ আর খতের ডোবা ছাইয়ের গাদা ।
বাঁশে বাগানে গলির পথে বৌঝিয়েরা স্নান করতে যায় ,
বাঁশের গাছের পাতাগুলির ফাঁকে ফাঁকে সূয্যি উঁকি দেয় ।
গ্রামের পথে চলতে গেলে ধূলো কাদা জড়াতো দুটি পায় ,
গাছের ছাওয়ায় বিরাম লভে রৌদ্র ছায়া মাখি সারা গায় ।
সেই পথের উপর দিয়ে যত হাটুরে হাটের বাটে ধায় ,
খানিক বসে তেঁতুল তলায় কোঁচড় ভরে তেঁতুল কুড়ায় ।
গোয়ালে বাঁধা শ্যামলী ধবলী গাভী হাম্বা হাম্বা রবে ,
রাখাল ছেলে কখন এসে তাদের গোঠে লয়ে যাবে ।