সত্য ভাজন কখনো  ব্যবসায়ীর না হয়  ,
তেমনেই নেতাগনের ভাষন  স্থায়ী নয় ।
সুবিধা মত ভাষনের জ্বালে জনতা টানে দলে
তবেই তো ভোট কালে ভোট ব্যাঙ্ক মিলে ।

ভোটে জিৎ হলে প্রতিশ্রুতি সব ধুয়ে ফেলে ,
অঙ্গীকার জনগনকে দিয়ে সে সব যায় ভুলে ।
কখনো নেতারা দেখা পেলে চিনতে না পারে বলে ,
নেতা মহাশয়ের দেখা সদাই না মিলে ।

গনতন্ত্র নাকি সৈরতন্ত্র  বোঝা নাহি  যায় ,
চারিদিকে ভোট ভোট  রব শধু শোনায় ।
টাকা দিবে ঘর দিবে দিবে ভালো ভালো চাকুরী ,
ভোটে জিতে নেতা হলে  আর  চিনতে নারি ।

বড় বড় বাক্যবান ছাড়ে ভোটের প্রাক্কালে ,
সে সমস্ত প্রতিশ্রুতি ধুয়ে মুছে  ফেলে  ।
বড় বড় ব্যাক্তির উদয় নেতার হৃদয় কমলে ,
উঠা বসা খাওয়া দাওয়া তাদের মিলে সকলে ।

নেতা মশাই নেতা সেজে বসে থাকেন এ,সি-র ঠান্ডাঘরে  ,
সাকরেদ দল সবে গাধার খাটুনি খাটে ঘর ঘর ঘুরে মরে!

  ****************
সন্ধ্যা - ৫ : ৪৯ মিনিট !
৩০/০৪/২৪ মঙ্গলবার !
কোলকাতা !