অমানুষ এর স্বভাবই চুরি চামারি বাটপাড়ি ,
স্বভাব যায়না কখনোও মরলেও তাহারই ।
দিবালোকে ভদ্রলোক নিশালোকে করে চুরি ,
তারাই দিবসেতে দাদা ভাই রাত্রে ধর্ষণকারী ।
তারাই উপকার করতে গিয়ে আখের গুছায় ,
রাতের আঁধারে তারাই করে হাতসাফাই ।
মনে হয় এতো ভাল মানুষ দেখিনি কোথাও,
তারা শতকাজ ফেলে উপকার করতে যায়।
অভিনয়ে চলছে সারা নগর শহর এই দেশটা ,
মদৎ যোগায় পাশে থেকে গুটিকয়েক ভ্ৰষ্টা ।
না জানে দেশ তারা না বুঝে দেশবাসীর মান্যতা ,
যতকিছুই করে তারা সবই দেখায় আদিক্ষেতা ।
আইন যাদের সর্বদাই আছে সাথে সাথে ,
তাদের না আছে ভয় ভীতি মিথ্যা বা অসত্যে ।
তাদের না আছে লোক লাজ ভয় জেল হাজতে ,
তারা সর্বদাই উল্লসিত উচ্ছ্বসিত মিথ্যার আনন্দে ।
তারা যা'খুশী তাই ইচ্ছা করলে করতে পারে ,
নিশিথে সূর্যোদয় করে আলোর প্রভা ফোটায় রাত্রে ।
তারা দিনে রাত রাতে দিনও করে তাদের প্রভাবের জোরে ,
যেমন কানা ছেলের পদ্মলোচন নাম বলে ডাকে তারে।
**************
বৈকাল - ৪ : ৫০ মিনিট ।
২৬ / ০৮ / ২৪ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।