সভ্যতার আবড়ালে একটা স্বার্থপর সমাজ, আপন আপন কাজ সংসার নিয়েই ব্যস্ত আজ !
যৌথ পরিবার টুকরো টুকরো হয়ে ভিন্ন ভিন্ন ,
কেউ কারুর ভালো মন্দ খোঁজ রাখেনা কোন !
স্ত্রী সন্তান নিয়েই নিজের পরিবার সংসার নিজের জন্য ,
মা -বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই ভিন্ন !
প্রতিটি যৌথ পরিবার ভাঙতে ভাঙতে আজ নিঃসঙ্গ ,
কেউই কারুর সুখে দুঃখে ভালো মন্দতে দেয়না সঙ্গ !
সব চেনা মুখ আজ অজানা অচেনার ভিড়ের স্রোতে ,
রক্তের সম্পর্ক আত্মীয়তা আজ অজানা অচেনার পথে !
মা বাবা ভাই বোন পড়েছে অজানা অচেনার তলানিতে ,
টুকরো টুকরো পরিবার আজ নিঃসঙ্গর দরিয়াতে !
একাকিত্ব নিয়েই পরিবার পরিজন বিরহানলে হচ্ছে দহন ,
স্বার্থের টানে নিঃসঙ্গতা একক পরিবার হচ্ছে বিভাজন !
আত্মীয় স্বজন পরিবার প্রিয়জন সবাই আজকে অভাজন ,
নাই সম্পর্ক সম্বন্ধ টান স্নেহ প্রিয়জনের প্রতি লোকদেখানো !
সমস্ত অতলে তলিয়ে যাচ্ছে বর্তমান বাস্তব
সভ্যতার বিবর্তন ,
প্রিয়জন হলো পর পর হলো যে আজ আপনজন !
একাকিত্ব টুকরো পরিবার বর্তমান সভ্যতার সমাবর্তন ,
আরকি আসবে সেই সুন্দর সমাজ যৌথ পরিবারের প্রত্যাবর্তন ?
**************
বিকাল -৩ : ৩০ মিনিট !
২২ / ০৮ / ২৩ মঙ্গলবার !
ইঞ্চনাও = সুইজারল্যান্ড ( ইউরোপ )
(দিল্লি এয়ারপোর্টে বসে টাইপ করলাম)