চোরা না শুনে ধর্মের কাহিনী ,
কসাই না শুনে মহাপুরুষের বাণী ।
অল্প জলের মাছ কিলবিল করে ,
জেলেরা জ্বাল ফেলে সহজেই ধরে ।
শাসক আসনে ভাবে আমি বাহাদুর ,
দেশ করি পরিচালনা বুদ্ধি ধরি এতদূর ।
আমার সাথে সাথে মোসাহেব নিরন্তর ,
ওরাই যা করার করে আমি শুধু নামমাত্র ।
বসেছি শাসকাসনে অভাব কি হবে আর ,
মহান দেশপ্রেমিক ভালোবাসা দেখ এবার ।
মহাপ্রাণ নেতা আমি দেশই প্রাণ আমার ,
আমার নাই চিন্তা ভালোই কাটবে এবার ।
খানা পিনা দেশ ঘোরা কাজের দায় আমার ,
হবেনা খরচ খরচা নাই চিন্তা ভাবনা আর ।
গাড়ী পাব বাড়ী পাব হবে সুখের সংসার ,
আমার আসন থাকবে যতদিন চিন্তার ভার ।
কি আর বলব চমৎকার এই দুনিয়াদার ,
শাসক নেতা তাদের হাতে দেশের ভার ।
***********
রাত্রি - ৯ : ৫৮ মিনিট ।
২৫ / ০৯ / ২৪ বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।